পাসপোর্ট অনলাইন আবেদন করুন মাত্র ১৫ দিনে, দেখে নিন সম্পূর্ণ পদ্ধতি ধাপে ধাপে
পাসপোর্ট অনলাইন আবেদন পদ্ধতি ২০২৩, কোন কোন ডকুমেন্টস প্রয়োজনীয়?

পাসপোর্ট অনলাইন আবেদন : পাসপোর্ট (Passport) শুধুমাত্র বিশ্বভ্রমণের সময় ব্যবহারী নথি নয়, এটি একটি গুরুত্বপূর্ণ নথি, যা আপনার বয়সের প্রমাণ, ঠিকানা প্রমাণ এবং পরিচয় কার্ড হিসেবে ব্যবহার করা যায়। একটি পাসপোর্ট প্রয়োজন হলে তা উপরিউক্ত তিনটি নথির জন্য অমূল্য একটি ডকুমেন্ট। যদি আপনি বিদেশ যাত্রা করতে চান, আপনার অবশ্যই পাসপোর্টের প্রয়োজন হবে। কিন্তু পাসপোর্ট কীভাবে তৈরি করবেন, কোন কোন নথি প্রয়োজন, কত খরচ হবে তা আজকের এই আর্টিকেলে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।
পাসপোর্ট করতে হলে প্রথমেই জানতে হবে-
Contents
কত ধরনের পাসপোর্ট হয়?
ভারতীয় পাসপোর্ট প্রধানত দুই ধরনের হয়।
- Normal Passport (সাধারণ পাসপোর্ট)
- Tatkal Passport (তৎকাল পাসপোর্ট)
একটি পাসপোর্ট করতে মোট কত টাকা লাগে?
Normal Passport এর জন্য আবেদন করতে এক কালীন ১৫০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হয়। এছাড়াও আপনি যদি মোবাইলে SMS নোটিফিকেশন চালু করতে চান তাহলে আপনাকে ৫০ টাকা পাসপোর্ট অফিসে ভেরিফিকেশন এর সময় দিতে হবে। আর কোন টাকা লাগে না।
পাসপোর্ট এর জন্য আবেদন করতে কি কি ধাপ অনুসরণ করতে হবে?
প্রথমত, পাসপোর্ট এর জন্য আবেদন করতে হলে আপনাকে পাসপোর্ট সেভার অফিসিয়াল ওয়েবসাইটে নিজের নামে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অথবা আপনি আপনার মোবাইলে mPassport Seva App ডাউনলোড করেও অ্যাকাউন্ট খুলতে পারেন।
তারপর, পাসপোর্ট এর জন্য আবেদন ফর্ম ফিলাপ করুন অনলাইনে। Fresh Passport, Normal এবং 36 Pages বা 60 Pages সিলেক্ট করে এগিয়ে যাবেন।
নিজের সমস্ত তথ্য প্রদান করার পর সাবমিট করে দেবেন।
এরপর, আপনার পছন্দ মত পাসপোর্ট সেভা কেন্দ্রে একটি নির্দিষ্ট তারিখে Appointment Schedule করবেন। মনে রাখবেন, এই Appointment Schedule করার পূর্বেই আপনাকে ১৫০০ টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে।
এই সমস্ত কাজ হয়ে গেলে আপনি নির্দিষ্ট দিনে পাসপোর্ট সেভা কেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় নথি দেখালে আপনার ভেরিফিকেশন পর্ব সমাপ্ত হবে।
কিছু দিনের মধ্যেই পুলিশ ভেরিফিকেশনএর জন্য আপনার নিকটবর্তী থানা আপনাকে দেকে পাঠাবে, অথবা কোন পুলিশ অফিশার আপনার বাড়ি এসেও ভেরিফিকেশন করতে পারে।
সব কিছু ঠিক ঠাক ভাবে সম্পন্ন হলে ১৫ দিনের মধ্যে আপনার বাড়িতে ভারতীয় পোস্টঅফিস দ্বারা আপনার বহু প্রতীক্ষিত পাসপোর্ট আপনার হাতে এসে পৌঁছে যাবে।
পাসপোর্ট করতে কি কি ডকুমেন্টস লাগে?
বয়সের প্রমাণ পত্র ( এটির জন্য আপনি আপনার মাধ্যমিক পরীক্ষার এডমিট অথবা সার্টিফিকেট দিতে পারেন)
ঠিকানার প্রমাণ পত্র ( আধার কার্ড/ রেশন কার্ড / ভোটার কার্ড)
যে কোন ফটো পরিচয় পত্র ( আধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স / ভোটার কার্ড )
শিক্ষাগত যোগ্যতা ( এটির জন্য আপনি আপনার প্রত্যেক পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট কাছে রাখবেন )
বিশেষ ভাবে মনে রাখবেন: অনলাইনে আবেদন করার সময় যা যা নথি আপলোড করবেন, সমস্ত নথির অরিজনাল পাসপোর্ট সেভা কেন্দ্রে এবং পুলিশ ভেরিফিকেশনের সময় দেখানো বাধ্যতামূলক।
প্রয়োজনীয় লিংক সমূহ
Passport Online Apply Link:- এখানে ক্লিক করুন
Passport Status Check:- পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে এখানে ক্লিক করুন
Passport Helpline Number:- সরাসরি কল করতে এখানে ক্লিক করুন
mPassport Seva App Download – এখানে ক্লিক করুন